জামালপুরের বহুল আলোচিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে রেজাউল করিম ও মনিরুজ্জামানকে চারদিন, জাকিরুল ইসলাম তিনদিন করে রিমান্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী বলেন, বিচারক দীর্ঘক্ষণ দুই পক্ষের কথা শুনেছেন। তিনি এ মামলার প্রধান আসামিকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি দুজনকে চারদিন এবং একজনকে তিনদিন করে রিমান্ড দিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাত ১০টায় বাড়ি ফেরার পথে স্থানীয় পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। উপর্যুপরি নির্যাতন করে অন্ধকারে ফেলে রাখা হয় তাকে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ওই রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।