ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য দিরাই উপজেলা সহ পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা থেকেও উৎসক দর্শণার্থীদের ভীর জমে দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে।গতকাল বৃহস্পতিবার দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে মাসব্যাপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনলা খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় পৌরসভার আয়লাবাজ স্পোটিংক্লাব বনাম করিমপুর ইউনিয়নরে নাছিরপুর ফুটবল একাডেমীর মধ্যে এই টানটান উত্তেজনা পূর্ন
ম্যাচটি সম্পন্ন হয়। খেলায় বেঁধে দেওয়া সময়ের কোন গোল না হওয়ায় খেলাটি ট্রাইব্রেকারে গিয়ে গড়ায়। ট্রাইব্রেকারে ট্রাইবেকারে নাছিরপুর ফুটবল একাডেমীকে ৪-৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আয়লাবাজ স্পোর্টিং ক্লাব। দুই দলের পক্ষেই খেলেছেন বিদেশী খেলোয়ারগণ।
খেলা শেষে বিজয়ী দলকে দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল’র সৌজন্যে ১লক্ষ টাকা মূল্যের স্বর্ণের নৌকা ও রানারআপ দলকে দিরাই পৌরসভার প্যানেল মেয়র লিটন চন্দ্র রায়’র সৌজন্যে ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণের নৌকা তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহবায়ক ও দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও পরিষদের সদস্য কলিম উদ্দিনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি সিরাজ উদ দৌলা কালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, এডভোকেট অভিরাম তালুকদার, ওসি (তদন্ত) আকরাম হোসেন, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুবলীগ নেতা লালন মিয়া, কামনাশীষ রায়প্রমুখ।