নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অতিরিক্ত হাসিল আদায়ের অপরাধে পশুহাটের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার চন্দননগর ইউনিয়নের হাতড়া পশুহাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথি।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, কোরবানির ঈদ উপলক্ষে পশুহাটে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছে এমন অভিযোগ আসে। সরকারি নির্ধারিত প্রতিটি গরু, মহিষ ও ঘোড়ার ৫০০ টাকা এবং ছাগল ও ভেড়ার ২০০ টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে। কিন্তু পশুহাটে এর চেয়ে বেশি হাসিল আদায় করছিলেন হাট ইজারাদাররা।
ইউএনও আরও বলেন, সোমবার উপজেলার ছাতড়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পেয়ে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয় সহকারী কমিশনারকে (ভূমি)। অভিযান পরিচালনা করে অতিরিক্ত হাসিল আদায়ের সত্যতা পাওয়ায় হাট ইজারদারকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।