সুমন রহমান:
আর মাত্র দু’দিন পর কোরবানীর ঈদ পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাইয়ের কোরবানীর হাটগুলো জমে উঠেছে ক্রেতা-বিক্রেতাদের সমাগমে। গরু, ছাগল, ভেড়া’ই এখানকার হাটগুলোর বিক্রয়ের পশু।
দিরাই পৌর শহরের একমাত্র গরুর হাটে গতকাল গিয়ে দেখা যায়, হাট ভর্তি গরু ছাগল সহ রয়েছে অল্প স্বল্প ভেড়া। ক্রেতা-বিক্রেতাদের দর কষা কষিতে মুখরিত পুরো গরুর হাট। রং বেরঙের দেশী বিদেশী জাতের গরু ছাগলের বিভিন্ন দাম। অন্য বছরের তুলনায় এবার পশুর দাম বেশি বলে ক্রেতাদের মুখে অভিযোগ শুনা যায়। উপজেলার পুকিডর থেকে গরু কিনতে আসা হোসেন খাঁন অভিযোগ করে বলেন, গরু কিনতে এসেছি কিন্তু গরুর দাম অন্য বছরের তুলনায় অতিরিক্ত হওয়ায় গরু আর আজকের হাটে কিনবো না। ভাঙ্গাডহর থেকে গরু কিনতে আসা জামিল মিয়া জানান, গরু কিনতে এসছিলাম কিন্তু দাম নাগালের বাহিরে কি করবো বুঝতে পারছি না। পৌর শহরের কলেজ রোডস্থ জুনাইদ আহমদ জানান, গত বছরের ৭০ হাজার টাকার গরু এ বছর ১ লক্ষ টাকা।
গরু বিক্রেতা তদরুল মিয়ার নিকট গরুর অতিরিক্ত দামের কারন জানতে চািইতল তিনি বলেন, অতিরিক্ত দামে গরু ক্রয় করতে হয়েছে এবং গরুর খাদ্যের দাম সহ শ্রমিকের মজুরী বেশি হওয়ায় গরু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
তবে শেষমেষ বিক্রেতারা গরু বিক্রি করছেন এবং ক্রেতারা আনন্দের সহিত গরু ক্রয় করে বাড়ি নিয়ে যাচ্ছেন।