ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পুরাতন ভিডিও নিয়ে অপপ্রচার: গাগলি গ্রামে উত্তেজনা, স্বপন মিয়া দাবি অস্বীকার Logo শান্তিগঞ্জে জমজমাট ফুটবল প্রীতি ম্যাচ: ট্রাইবেকারে জয় পায় পশ্চিম বীরগাঁও ইউনিয়ন Logo সুনামগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা সোহেল আহমদ Logo সুনামগঞ্জে এনসিপির নেতৃত্বে হাছন রাজার বংশধর Logo পাথারিয়া ইউনিয়নে ভিজিডি কার্ড বাছাই কার্যক্রম অনুষ্ঠিত Logo ঢাকা জামায়াতের মহাসমাবেশ উপলক্ষে পাথারিয়া ইউপি জামায়াতের প্রস্তুতি সভা সম্পন্ন Logo শান্তিগঞ্জের সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে হতাশাজনক এসএসসি ফলাফল পাশের হার মাত্র ৬০.১২%, শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে চরম অসন্তোষ Logo সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১৪ জন Logo এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫ Logo জলঢাকায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলে সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

ঘূর্ণিঝড় মোখা আর কালেভদ্রে কালবৈশাখীর ঝাপটা ছাড়া তাপপ্রবাহের মধ্যেই কেটেছে গ্রীষ্ম; তবে এবার ভারি বর্ষণের আভাস নিয়ে আসা বর্ষায় জুন মাসের শেষার্ধ্বে সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আষাঢ়ের প্রথম দিন বৃহস্পতিবার সিলেটে দেশের সর্বোচ্চ ২২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শ্রীমঙ্গলে হয়েছে ৩৫ মিলিমিটার।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে সক্রিয়। এছাড়া দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় অবস্থায় আছে।

এর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা,  বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, আগামী দুই সপ্তাহে সুরমা-কুশিয়ারাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। উজানে ভারি বর্ষণের কারণে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

“জুন মাসের প্রথমার্ধ হতে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করায় দেশে ও উজানের অববাহিকার স্থানসমূহে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চলতি সপ্তাহের শুরু থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাত হয়েছে।”

এই সময় দেশের উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। জুনের শেষ সপ্তাহে এই অববাহিকার পানি সমতলে বিপৎসীমার কাছাকাছি পৌঁছতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, জুনে দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা, ধরলা, তিস্তাসহ প্রধান নদ-নদীর পানি সমতলে অব্যাহতভাবে বৃদ্ধি পেতে পারে। চলতি মাসের শেষ সপ্তাহে যমুনা নদী বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

আগামী দুই সপ্তাহ গঙ্গা ও পদ্মায় স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকতে পারে; তবে তাতে এ অববাহিকায় পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকা এবং উপকূলীয় অঞ্চলে আগামী দুই সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস।

বর্ষা শুরুর দিন ভারি বর্ষণের আভাসের মধ্যেই দেশের কোথাও কোথায় তাপপ্রবাহ ছিল। রাজশাহীতে দিনের সর্বোচ্চ ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় পারদ উঠেছিল সর্বোচ্চ ৩৪.১ ডিগ্রি সেলসিয়াসে।

 

 

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

পুরাতন ভিডিও নিয়ে অপপ্রচার: গাগলি গ্রামে উত্তেজনা, স্বপন মিয়া দাবি অস্বীকার

টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলে সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

আপডেট সময় ০৪:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

ঘূর্ণিঝড় মোখা আর কালেভদ্রে কালবৈশাখীর ঝাপটা ছাড়া তাপপ্রবাহের মধ্যেই কেটেছে গ্রীষ্ম; তবে এবার ভারি বর্ষণের আভাস নিয়ে আসা বর্ষায় জুন মাসের শেষার্ধ্বে সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আষাঢ়ের প্রথম দিন বৃহস্পতিবার সিলেটে দেশের সর্বোচ্চ ২২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শ্রীমঙ্গলে হয়েছে ৩৫ মিলিমিটার।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে সক্রিয়। এছাড়া দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় অবস্থায় আছে।

এর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা,  বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, আগামী দুই সপ্তাহে সুরমা-কুশিয়ারাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। উজানে ভারি বর্ষণের কারণে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

“জুন মাসের প্রথমার্ধ হতে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করায় দেশে ও উজানের অববাহিকার স্থানসমূহে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চলতি সপ্তাহের শুরু থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাত হয়েছে।”

এই সময় দেশের উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। জুনের শেষ সপ্তাহে এই অববাহিকার পানি সমতলে বিপৎসীমার কাছাকাছি পৌঁছতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, জুনে দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা, ধরলা, তিস্তাসহ প্রধান নদ-নদীর পানি সমতলে অব্যাহতভাবে বৃদ্ধি পেতে পারে। চলতি মাসের শেষ সপ্তাহে যমুনা নদী বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

আগামী দুই সপ্তাহ গঙ্গা ও পদ্মায় স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকতে পারে; তবে তাতে এ অববাহিকায় পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকা এবং উপকূলীয় অঞ্চলে আগামী দুই সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস।

বর্ষা শুরুর দিন ভারি বর্ষণের আভাসের মধ্যেই দেশের কোথাও কোথায় তাপপ্রবাহ ছিল। রাজশাহীতে দিনের সর্বোচ্চ ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় পারদ উঠেছিল সর্বোচ্চ ৩৪.১ ডিগ্রি সেলসিয়াসে।