ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের দিন হামলাকারী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পায়ে ধরে ক্ষমা চাইলেন। রবিবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই একটি ভিডিও দেখা পোস্ট করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ডিএমপি কার্যালয়ে হামলাকারী হিরো আলমের পায়ে ধরে ক্ষমা চাইছে। আর হিরো আলম এ ঘটনার ভিডিও করছেন। এরপর তিনি ডিবি হারুনের সঙ্গে দেখা করেন এবং সাংবাদিকদের মুখোমুখী হন।
হিরো আলম বলেন, ভিডিও ফুটেজ দেখে ডিবি পুলিশ সঠিক হামলাকারীদের আটক করেছে। যারা আমার উপর হামলা করেছে তাদেরকেউ আটক করেছে। এ জন্য ডিবি পুলিশকে ধন্যবাদ। এ রকম হলে সবারই আইনের প্রতি আস্থা বাড়বে। ভোট কেন্দ্রে কোনো মায়ের কোল যেন খালি না হয় সে দিকে আপনারা নজর রাখবেন।
এর আগে উপ-নির্বাচনের দিন সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।