মোহাম্মদ হারুন মিয়া , বৃটেন থেকে
আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তোলে ধরতে বর্ণাঢ্য আয়োজনে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইছ প্রতিযোগিতা।বৃটেনের বিভিন্ন শহর থেকে হাজারো বাঙালির উপস্থিতিতে নৌকা বাইছের আয়োজনস্থল যেনো হয়ে উঠে এক খণ্ড বাংলাদেশ
সম্প্রতি বৃটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম এজবাজটন এর রিজারভরায় দিনভর হয়ে গেল বাংগালিদের মিলন মেলা ।
বৃটেনের বিভিন্ন শহর থেকে শিশু কিশোর যুবক যুবতি উপস্হিতে ভরপুর ছিল পুরো এজভাসটন এলাকা ।দিনবর ছিল শিশু কিশোরদের জন্যে ছিল বিভিন্ন রাইড , বিভিন্ন ধরনের খাবারের স্টল এবং মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান ।
প্রতি বৎসরের মতো এবারো ঐতিহ্যবাহী নৌকা বাইছ ছিল বাঙালীর মিলনমেলা ।
এবার বৃটেনের বিভিন্ন শহর থেকে ১৮টি দল নৌকা বাইছ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছিল ।এবার নৌকা বাইছ প্রতিযোগীতায় চেম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ভাটি বাংলা সুনামগঞ্জ , রানার্সআপ সাডুয়েল লন্ডন এবং তৃতীয় স্হান অর্জন করে বার্মিংহাম শাহজালাল ।
নৌকা বাইছ প্রতিয়োগীতার চেয়ারম্যান আব্দুল কদ্দুছ রাজু ও ডাইরেক্টর সায়েল আহমেদ উপস্হিত সকলকে আজকের এই আয়োজন কে সফল করে তোলার জন্যে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতে আরো বড় পরিসরে নৌকা বাইছের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন ।