ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনামাছ অবমুক্ত Logo শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বিয়ের কনে দেখতে গিয়ে নৌকা ডুবে ২জনের মৃত্যু Logo শান্তিগঞ্জে জামায়াতের প্রতিনিধি সম্মেলন ও দাঁড়িপাল্লার প্রচার মিছিল অনুষ্ঠিত Logo সুনামগঞ্জ ৩ আসনের সর্বস্তরের জনগণের ভালবাসায় সিক্ত হাম্মাদ গাজিনগরী Logo দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন সভাপতি: বিশ্বজিৎ চৌধুরী সম্পাদক: শাহজাহান সিরাজ Logo ফুলেল শুভেচ্ছায় জমিয়ত প্রার্থী হাম্মাদ আহমদের স্বদেশ প্রত্যাবর্তন Logo স্বীকৃত শিক্ষকতায় রাহমান তৈয়বের পথ চলা Logo শান্তিগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক Logo স্বপ্নের বিনোদনই আজ বিষক্রিয়ায় পরিণত শান্তিগঞ্জে উভয় পক্ষের সংঘর্ষে আহত ২৬
বিচারপতি মানিকের উপর হামলা

বিএনপি নেতা হারুন সহ চারজন রিমান্ডে

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় বাদী পক্ষের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত অপর দুজন হলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নি।

এর আগে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফরমান আলী। শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার বিকালে হারুন ও রফিককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের নিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হলো। এর আগে যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, তারাও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মী।

গত ২ নভেম্বর গাড়িতে যাওয়ার সময় নয়াপল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে সড়কে হামলার শিকার হন বিচারপতি মানিক। হামলার সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির একটি সমাবেশ চলছিল। ওই সমাবেশ থেকে বিএনপি কর্মীরাই হামলা চালায় বলে বিচারপতি মানিকের অভিযোগ।

হামলার ঘটনার পর বিচারপতি মানিকের দেহরক্ষী কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৫০ নেতাকর্মীকে আসামি করে পল্টন থানায় মামলা করেন।

 

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনামাছ অবমুক্ত

বিচারপতি মানিকের উপর হামলা

বিএনপি নেতা হারুন সহ চারজন রিমান্ডে

আপডেট সময় ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় বাদী পক্ষের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত অপর দুজন হলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নি।

এর আগে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফরমান আলী। শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার বিকালে হারুন ও রফিককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের নিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হলো। এর আগে যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, তারাও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মী।

গত ২ নভেম্বর গাড়িতে যাওয়ার সময় নয়াপল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে সড়কে হামলার শিকার হন বিচারপতি মানিক। হামলার সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির একটি সমাবেশ চলছিল। ওই সমাবেশ থেকে বিএনপি কর্মীরাই হামলা চালায় বলে বিচারপতি মানিকের অভিযোগ।

হামলার ঘটনার পর বিচারপতি মানিকের দেহরক্ষী কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৫০ নেতাকর্মীকে আসামি করে পল্টন থানায় মামলা করেন।

 

জনস্বার্থে নিউজ24.কম