দিরাই প্রতিনিধি-দিরাই শাল্লার সংসদ সদস্য ড.জয়া সেনগুপ্তা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষি সহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে। বিশেষ সমাজের অসহায় মানুষের কল্যাণে ভিজিএফ,ভিজিডি,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃত্ব কালীন ভাতা,মুক্তিযোদ্ধা ভাতাসহ ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে। দিরাই মদনপুর হতে শাল্লা সড়কে সরকারের বরাদ্দের কথা উল্লেখ করে বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে আমাদের ঢাকার সাথে যোগাযোগ অনেকটা সহজ হবে। তিনি সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন, তিনি তাঁর স্বামী প্রয়াত জাতীয় নেতা, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি আজীবন দিরাই শাল্লার উন্নয়নে কাজ করে গেছেন, তার পথ ধরে আমি ও কাজ করে যাচ্ছি। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে । সোমবার দিরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারের সুরক্ষা কর্মসূচির উপকার ভোগী দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের যৌথ পরিচালনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজ উদ দৌলা, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র চন্দ্র তালুকদার, পরিতোষ রায়, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
ঢাকা
,
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন- জয়া সেনগুপ্তা
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- ৫৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ