দিরাই প্রতিনিধি : গনঅধিকার পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন সুজন বলেছেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই গণঅধিকার পরিষদের রাজনীতি। দেশের রাজনীতির গুনগত মানোন্নয় এখন সময়ের দাবি। দেশের সাধারণ মানুষ চায় দূর্নীতি মুক্ত বৈষম্যবিরোধী সমাজ ব্যবস্থা। যে কারণে বৈষম্যবিরোধী ছাত্র আম্দোলন গণ আন্দোলনে পরিনত হয়। সর্বসাধারণের অংশগ্রহণে ছাত্রদের আন্দোলন, ছাত্র-জনতার আন্দোলনে রূপান্তরিত হওয়ায় সৈরাচারি হাসিনার পতন ঘটায়। গণঅধিকার পরিষদে সবাইকে অংশ গ্রহনের আহবান জানিয়ে তিনি বলেন, আমরা ডান বামনয়, আমরা মধ্যপন্তী একটি পূর্ণ গনতান্ত্রিক দল। আজ শুক্রবার বেলা ৩ ঘটিকায় দিরাই উপজেলা পরিষদ গণমিলনায়তনে দিরাই উপজেলা ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাহাত আহমদ আরিফের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গনঅধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আসগর, সাধারণ সম্পাদক এমএ বারী সিদ্দিকী, সহ সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হাফিজ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার, উপজেলা গণঅধিকার পরিষদ মেতা আহমদ হেলাল, এসএম এনামুল হক, জুনাইদ আহমেদ, সদরুল আলম, জাকারিয়া আহমেদ স্বাধীন প্রমুখ।