মান্নার মিয়া স্টাফ রিপোর্টারঃশান্তিগঞ্জ(সুনামগঞ্জ)
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শান্তিগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসানের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকারে সঞ্চালনায় র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক কামাল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতর সভাপতি হারুন রশীদ, পাগলা বাজার ব্যবসায়ী কমিটির সদস্য রঞ্জিত সূত্রধর, ডুংরিয়া আদর্শ গ্রাম সমবায় সমিতির কোষাধ্যক্ষ রায়হান আহমদ, উদয়ন সমবায় সমিতির তোফাজ্জল হোসেন প্রমুখ। এসময় উপজেলার সকল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।