জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবী বাস্তবায়নের লক্ষে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন আয়োজনে ২৪ শে জুন রোজ মঙ্গলবার সকালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাদ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নীতর ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবীতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারীদের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, হেলথ এসোসিয়েশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রায়হান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আবেদীন মিয়া, সুনামগঞ্জ জেলা যুগ্ম-সম্পাদক আবু তাহের ও স্বাস্থ্য সহকারী শিল্পী রাণী দাস প্রমূখ।
এ সময় রমজান আলী, আবদুল মন্নান, শাহ জামাল হোসেন, লিকসন মিয়া, মোস্তাফিজুর রহমান, শংকর জ্যোতি দেব ও সুমন্ত দেবনাথ সহ অন্যান্য স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।