রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভগ্নিপতির রডের আঘাতে শাকিল (১৮) নামে এক তরুণ নিহতের অভিযোগ ওঠেছে। তিনি উদ্যানে ঘুরে ঘুরে হকারি করে শরবত বিক্রি করতেন। সোমবার (১ মে) ভোরে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের বড় ভাই শাহিন বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে দোকান করি। সকালে এসে জানতে পারি, আমার ছোট ভাই শাকিলের সঙ্গে ছোট বোনের স্বামী বাবুর কিছু একটা নিয়ে ঝগড়া হয়। সম্ভবত টাকা পয়সা নিয়ে। পরে বাবু একটি রড দিয়ে তার পিঠে কোমরে সজোরে আঘাত করে, এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাকিল পরিবারের অন্যদের সঙ্গে কামরাঙ্গীচর আশ্রাফাবাদের ৪০ নম্বর রোডে একটি ভাড়া বাসায় থাকতো। তার বাবা মৃত বাবুল মিয়া।
ঢাকা
,
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










রাজধানীতে ভগ্নিপতির রডের আঘাতে তরুণ নিহত
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- ৬২৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ