আপডেট সময়
০৮:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
৫৪৭
বার পড়া হয়েছে
ফ্রি চিকিৎসা ক্যাম্পিংদিরাই প্রতিনিধি: হাওরাঞ্চলের চিকিৎসা উন্নয়নে দিনাজপুর অরবিন্দ শিশু হাসাপাতালের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ফিমেইল একাডেমি ও গ্রামীন জনকল্যাণ সংসদ দিরাইর নেতৃবৃন্দ। শুক্রবার(২২নভেম্বর) বিকালে বাংলাদেশ ফিমেইল একাডেমি দিরাইয়ের কনফারেন্স হলে অরবিন্দ শিশু হাসাপাতাল দিনাজপুরের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরী। স্বাগত বক্তব্য জামিল চৌধুরী হাওরাঞ্চলে গরীব অসহায় মা ও শিশদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অরবিন্দ শিশু হাসাপাতাল দিনাজপুরের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। অরবিন্দ হাসপাতালের ৮ সদস্যের প্রতিনিধি দল চার দিনের সফরে দিরাই অবস্থান করছেন। শুক্রবার দিনভর উপজেলার অসহায় এতিম মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। তারা হাওরপাড়ের চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন কাজ করার আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলে আছেন হাসপাতালের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শামীম কবির, কোষাধ্যক্ষ জহির শাহ, কার্যকরী সদস্য বিধান চক্রবর্তী,উমা ভট্টাচার্য প্রমুখ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার ও সাধারণ জিয়াউর রহমান। ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগম, শিক্ষক আকিবুন্নেছা,রাজিব রায় প্রমুখ।সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফিমেইল একাডেমির পরিচালক জামিল চৌধুরী।
আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন