ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ছাতকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক ও সিআর মামলায় গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ: সতর্কতা ও প্রস্তুতির প্রয়োজন – ইমরান হোসেন হিমু Logo শান্তিগঞ্জে যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম সহ-সভাপতি এম,এ ছাত্তারের পক্ষে গণসংযোগ Logo অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে আ.লীগের উপদেষ্টা ছোয়াব আলী গ্রেফতার Logo শান্তিগঞ্জে জমি সংক্রান্ত জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ Logo শান্তিগঞ্জে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু-ঝুলন্ত লাশ উদ্ধার Logo শান্তিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা Logo বিমসটেক ও বাংলাদেশ: নেতৃত্বের নতুন দিগন্ত Logo শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ Logo জেলা পুলিশ লাইন্সে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

বিয়ের আগে ছেলেরা কিভাবে নিজের চেহারা আকর্ষণীয় করে তুলবেন

বিয়েতে শুধু কনেকেই নয় বরং বরের সৌন্দর্যও দেখেন উপস্থিত সবাই। যদিও বিয়ের কয়েকমাস আগ থেকেই নারীরা রূপচর্চায় ব্যস্ত থাকেন। এদিক দিয়ে আবার পুরুষরা পিছিয়ে।

যেহেতু বিয়ে সবার জীবনেরই একটি স্মরণীয় দিন, তাই সব পুরুষেরই উচিত এ দিনে যতটা সম্ভব নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। এজন্য প্রয়োজন প্রস্তুতির।

তাই বিয়ের আগ থেকে পুরুষেরও উচিত ত্বকের যত্ন নেওয়া। এক্ষেত্রে আপনি যদি ব্যস্তও থাকেন, তাহলে একটু সময় বের করে নিন রূপচর্চার জন্য। জেনে নিন কীভাবে হবু বরেরা ত্বকের যত্ন নেবেন-

মুখ পরিষ্কার করুন

বেশিরভাগ পুরুষরাই ঠিকমতো মুখ পরিষ্কার করেন না। আর ঠিকমতো মুখ না ধোয়ার কারণে ত্বক থেকে ময়লা ও জীবাণুও সহজে দূর হয় না। শুধু পানির ঝাপটা নিলেই কিন্তু মুখ পরিষ্কার হয় না।

এখন থেকে নিয়মিত মুখ পরিষ্কারের জন্য ভালো মান ও স্কিনটোন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহারের অভ্যাস করুন। এক্ষেত্রে ভুলে কিন্তু সাবান ব্যবহার করবেন না। এত ত্বকের পিএইচ এর মাত্রা কমে যায় ও ত্বক হয়ে ওঠে আরও শুষ্ক।

অন্যদিকে ফেসওয়াশ ব্যবহার করলে ত্বকের ময়লা, তেল বা অবাঞ্ছিত দূষণকারী অপসারণ হবে আবার ত্বকও থাকবে কোমল।

সিটিএম রুটিন মানুন

ত্বকের যত্ন নিতে সবারই মানতে হবে সিটিএম। সি অর্থ হলো ক্লিনজিং, টি’তে টোনিং ও এম অর্থ ময়েশ্চারাইজিং। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর গোলাপ জলের মতো টোনার ব্যবহার করুন ত্বকে।

এরপর ত্বকের ধরন অনুসারে ভালো একটি ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। না হলে ত্বকের শুষ্কতা বাড়বে ও ব্রণের উৎপাত ঘটতে পারে। সকালে ও রাতে নিয়ম মেনে সিটিএম ব্যবহার করুন।

এক্সফোলিয়েট করুন

ত্বকের গভীর থেকে ময়লা ও জীবাণু দূর করার জন্য এক্সফোলিয়েট বা স্ক্রাব করা জরুরি। এতে ত্বকের মৃত কোষ ও ব্ল্যাকহেডস দূর হবে। এজন্য একটি ভালো মানের স্ক্রাব ব্যবহার করুন।

হাতে অল্প পরিমাণে ফেস স্ক্রাব নিন ও ভেজা মুখে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। কপাল, চিবুক ও নাকের আশপাশে ভালো করে ম্যাসাজ করে স্ক্রাব করুন। এরপর পানি মুখ পরিষ্কার করুন।

নিয়মিত সেলুনে যান

বিয়ের কিছুদিন আগ থেকে নিয়মিত সেলুনে ঢুঁ মারুন। থ্রেডিং, ফেসিয়াল, ওয়াক্সিং, ফেস ম্যাসাজ, ব্লিচ, ফেস প্যাক বা চুল কাটা ইত্যাদি করতে পারেন।

এখন অনেক সেলুনেই বর প্যাকেজের আওতায় বেশ কিছু সেবা নিতে পারবেন। এজন্য আগে থেকে সেলুনে অ্যাপয়েন্টমেন্ট নিন।

ফেস মাস্কের ব্যবহার

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও রোদে পোড়া ত্বকের দাগ দূর করতে ব্যবহার করুন ফেস মাস্ক। এজন্য ঘরোয়া উপাদানে ভরসা রাখুন। চাইলে এক মিনিটেও আপনি তৈরি করতে পারবেন ফেস মাস্ক।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করুন বেসন ও দুধের ফেসপ্যাক। রোদে পোড়া দাগ দূর করতে মাখুন দুধ ও টমেটো ব্লেন্ড করা মিশ্রণ ও পরিষ্কার ত্বকের জন্য লেবু ও মধু মিশিয়ে ব্যবহার করু ত্বকে। এরপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ছাতকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক ও সিআর মামলায় গ্রেফতার ২

বিয়ের আগে ছেলেরা কিভাবে নিজের চেহারা আকর্ষণীয় করে তুলবেন

আপডেট সময় ০৭:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

বিয়েতে শুধু কনেকেই নয় বরং বরের সৌন্দর্যও দেখেন উপস্থিত সবাই। যদিও বিয়ের কয়েকমাস আগ থেকেই নারীরা রূপচর্চায় ব্যস্ত থাকেন। এদিক দিয়ে আবার পুরুষরা পিছিয়ে।

যেহেতু বিয়ে সবার জীবনেরই একটি স্মরণীয় দিন, তাই সব পুরুষেরই উচিত এ দিনে যতটা সম্ভব নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। এজন্য প্রয়োজন প্রস্তুতির।

তাই বিয়ের আগ থেকে পুরুষেরও উচিত ত্বকের যত্ন নেওয়া। এক্ষেত্রে আপনি যদি ব্যস্তও থাকেন, তাহলে একটু সময় বের করে নিন রূপচর্চার জন্য। জেনে নিন কীভাবে হবু বরেরা ত্বকের যত্ন নেবেন-

মুখ পরিষ্কার করুন

বেশিরভাগ পুরুষরাই ঠিকমতো মুখ পরিষ্কার করেন না। আর ঠিকমতো মুখ না ধোয়ার কারণে ত্বক থেকে ময়লা ও জীবাণুও সহজে দূর হয় না। শুধু পানির ঝাপটা নিলেই কিন্তু মুখ পরিষ্কার হয় না।

এখন থেকে নিয়মিত মুখ পরিষ্কারের জন্য ভালো মান ও স্কিনটোন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহারের অভ্যাস করুন। এক্ষেত্রে ভুলে কিন্তু সাবান ব্যবহার করবেন না। এত ত্বকের পিএইচ এর মাত্রা কমে যায় ও ত্বক হয়ে ওঠে আরও শুষ্ক।

অন্যদিকে ফেসওয়াশ ব্যবহার করলে ত্বকের ময়লা, তেল বা অবাঞ্ছিত দূষণকারী অপসারণ হবে আবার ত্বকও থাকবে কোমল।

সিটিএম রুটিন মানুন

ত্বকের যত্ন নিতে সবারই মানতে হবে সিটিএম। সি অর্থ হলো ক্লিনজিং, টি’তে টোনিং ও এম অর্থ ময়েশ্চারাইজিং। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর গোলাপ জলের মতো টোনার ব্যবহার করুন ত্বকে।

এরপর ত্বকের ধরন অনুসারে ভালো একটি ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। না হলে ত্বকের শুষ্কতা বাড়বে ও ব্রণের উৎপাত ঘটতে পারে। সকালে ও রাতে নিয়ম মেনে সিটিএম ব্যবহার করুন।

এক্সফোলিয়েট করুন

ত্বকের গভীর থেকে ময়লা ও জীবাণু দূর করার জন্য এক্সফোলিয়েট বা স্ক্রাব করা জরুরি। এতে ত্বকের মৃত কোষ ও ব্ল্যাকহেডস দূর হবে। এজন্য একটি ভালো মানের স্ক্রাব ব্যবহার করুন।

হাতে অল্প পরিমাণে ফেস স্ক্রাব নিন ও ভেজা মুখে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। কপাল, চিবুক ও নাকের আশপাশে ভালো করে ম্যাসাজ করে স্ক্রাব করুন। এরপর পানি মুখ পরিষ্কার করুন।

নিয়মিত সেলুনে যান

বিয়ের কিছুদিন আগ থেকে নিয়মিত সেলুনে ঢুঁ মারুন। থ্রেডিং, ফেসিয়াল, ওয়াক্সিং, ফেস ম্যাসাজ, ব্লিচ, ফেস প্যাক বা চুল কাটা ইত্যাদি করতে পারেন।

এখন অনেক সেলুনেই বর প্যাকেজের আওতায় বেশ কিছু সেবা নিতে পারবেন। এজন্য আগে থেকে সেলুনে অ্যাপয়েন্টমেন্ট নিন।

ফেস মাস্কের ব্যবহার

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও রোদে পোড়া ত্বকের দাগ দূর করতে ব্যবহার করুন ফেস মাস্ক। এজন্য ঘরোয়া উপাদানে ভরসা রাখুন। চাইলে এক মিনিটেও আপনি তৈরি করতে পারবেন ফেস মাস্ক।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করুন বেসন ও দুধের ফেসপ্যাক। রোদে পোড়া দাগ দূর করতে মাখুন দুধ ও টমেটো ব্লেন্ড করা মিশ্রণ ও পরিষ্কার ত্বকের জন্য লেবু ও মধু মিশিয়ে ব্যবহার করু ত্বকে। এরপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।