উন্নত প্রশিক্ষনের জন্য দেশীয় ফুটবলাররা ব্রাজিল-আর্জেন্টিনা সহ আরও কয়েকটি দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। বাংলাদেশ থেকে উন্নত প্রশিক্ষনের জন্য দেশীয় ফুটবলারদের তিনি বলেন, ‘বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা। এ ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেয়া হবে।’
সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে আজ রোববার (১৮ ডিসেম্বর) আয়োজিত বিশেষ শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
একে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের দেশের ভালো খেলোয়াড়দের তাদের (আর্জেন্টিনা) দেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। শুধু তাদের দেশে না, ব্রাজিলসহ আরও কয়েকটি দেশে আমাদের ভালো খেলায়াড়দের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি।’
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান, সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।