ঢাকা , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে Logo ল্যাব সংস্কারের টাকা আত্মসা শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে শিক্ষার্থীদের বিক্ষোব! Logo শান্তিগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo অনৈতিক প্রস্তাবে রাজি নয়, বিধবা কার্ড বাতিলের অভিযোগ Logo বিশ্বম্ভরপুর উপজেলায় সীমান্তিকের উদ্যাগে বিশ্ব গর্ভনিরোধ দিবস উদযাপন Logo সিলেটে পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার নিহত Logo পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃআলী নেওয়াজের ইন্তেকাল Logo শান্তিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে একত্রে তিনটি বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত Logo সাংবাদিক রুহুল আমিন গাজী আর নেই Logo দুর্যোগ ব্যবস্থা কমিটির সভা

শিশুর হাতে স্টিয়ারিং, কতটা ভয়াভহ

রাজধানীর মিরপুর-২ নম্বরের ৬০ ফিট রোডে লেগুনার ভেতরে ভয়ে কুঁকড়ে বসে আছেন যাত্রী আরিফুল হক তুহিন। তিনি ৬০ ফিট বারেক মোল্লা সড়ক থেকে বাংলাদেশ বেতারের সামনে নামবেন। ১০ কিলোমিটার দূরের পথ যেন তার ফুরায় না।

আরিফুল ইসলাম বলেন, জরুরি প্রয়োজনে বাংলাদেশ বেতার হয়ে ফার্মগেটে যাবো। ৬০ ফিট সড়কে লেগুনা ও রিকশা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। রিকশায় বাড়তি ভাড়া দিয়ে চলাচল সম্ভব নয়। তাই বাধ্য হয়ে জীবন হাতে নিয়ে লেগুনায় চলাচল করি। ছোট ছোট ছেলেরা লেগুনা চালায়। এদের হাতে স্টিয়ারিং দেখে সত্যিই বুকে কাঁপন ধরে।

আরিফুল ইসলাম যে লেগুনায় যাতায়াত করছেন তার চালকের বয়স ১২ কিংবা ১৩। এ সময় তার হাতে থাকার কথা বই-কলম, নয়তো ঘুড়ির নাটাই বা ক্রিকেট ব্যাট। কিন্তু এ বয়সে হৃদয়ের হাতে গাড়ির স্টিয়ারিং। সে বসে আছে লেগুনার চালকের আসনে। বেশ বড় আকারের এ লেগুনাটি সে চালাতে পারে।

মিরপুর-২ নম্বর ৬০ ফিট লেগুনাস্ট্যান্ডে আড্ডা দিচ্ছে সিয়াম, লাবলু, শাহেদ, ইমরান ও লিখন। কারও বয়সই ১২ থেকে ১৩ বছরের ঊর্ধ্বে নয়। অথচ এরাই লেগুনা নিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছে সড়কে। ড্রাইভিং লাইন্সেস আছে এমন কোনো লেগুনাচালক চোখে পড়েনি।

২০ বছরের কম বয়সীরা বাস, মিনিবাস কিংবা লেগুনার কন্ডাক্টর বা সুপারভাইজার হতে পারবেন না। এমন নিয়ম রেখে ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ করেছে সরকার। সম্প্রতি ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এ দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিধিমালা চূড়ান্ত করেছে। সড়ক পরিবহন খাতে দেখা গেছে, শিশুদের কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এতে বলা হয়, কন্ডাক্টর বা সুপারভাইজারের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ হবে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট অধিক্ষেত্রের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বা সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বা কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত অন্য কোনো কর্মচারী।

কন্ডাক্টর বা সুপারভাইজার লাইসেন্স মঞ্জুরের শর্তে বলা হয়েছে, বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে।

অথচ ৬০ ফিট মনিপুর স্কুলের সামনে লেগুনার যাত্রীদের জন্য হাঁকডাক করছে শিশু কন্ডাক্টর। তার বয়স ১২ ছুঁই ছুঁই। এই বয়সে তার স্কুল আঙ্গিনায় ছোটাছুটি করার কথা। কাছে গিয়ে জানা যায় তার নাম সাব্বির, জন্মস্থান ভোলা। দিনে তিন থেকে চারশ টাকা আয় করে সে।

সরেজমিনে দেখা যায়, ১৩ থেকে ১৫ বছর বয়সের কিশোররা লেগুনা চালাচ্ছে। প্রতিটি লেগুনায় ১৪-১৫ জন যাত্রী যাতায়াত করেন। বেশিরভাগ চালকের বয়স ১৮ বছরের অনেক কম। চালক বাদে চালকের সহকারী সবই শিশু। এ শিশুদের বয়স ছয় থেকে ১২ বছর। এই শিশুরা লেগুনার সিঁড়িতে দাঁড়িয়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করে। জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে কাজ করে যে কোনো সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

teenage-driver-1.jpg

জানা যায়, বেশিরভাগ লেগুনার চালকদের কোনো লাইসেন্স নেই। কম খরচে তাদের ওপর মালিকপক্ষের প্রভাব বিস্তার করতে সহজ হওয়ায় শিশু-কিশোরদের দিয়ে লেগুনা চালানো হচ্ছে। মাঝে মধ্যে বিআরটিএ অভিযান চালায়। কিছু সময় বন্ধ রেখে আবারও কিশোররা লেগুনা হাঁকিয়ে চলে সড়কে। শিশু কন্ডাক্টরদের জিজ্ঞেস করলে তারা জানায়- লেগুনায় এমনিতেই চড়তে এসেছে, কাজের সঙ্গে তাদের সম্পৃক্ত নেই।

কামরুজ্জামান (১৯) নামে এক চালক বলেন, যাদের বয়স ছোট তারা কেউ লেগুনার সঙ্গে সম্পৃক্ত না। তারা সবাই বেড়াতে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, প্রায় ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। সরকার ৩৮টি ঝুঁকিপূর্ণ কাজের তালিকা করেছে, যার মধ্যে গণপরিবহন অন্যতম। এছাড়া শিশুদের দিনে পাঁচ ঘণ্টার বেশি কাজ না করানোর কথাও বলা হয়েছে। যদিও এ নিয়ম কোথাও মানা হয় না।

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে

শিশুর হাতে স্টিয়ারিং, কতটা ভয়াভহ

আপডেট সময় ০৭:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩

রাজধানীর মিরপুর-২ নম্বরের ৬০ ফিট রোডে লেগুনার ভেতরে ভয়ে কুঁকড়ে বসে আছেন যাত্রী আরিফুল হক তুহিন। তিনি ৬০ ফিট বারেক মোল্লা সড়ক থেকে বাংলাদেশ বেতারের সামনে নামবেন। ১০ কিলোমিটার দূরের পথ যেন তার ফুরায় না।

আরিফুল ইসলাম বলেন, জরুরি প্রয়োজনে বাংলাদেশ বেতার হয়ে ফার্মগেটে যাবো। ৬০ ফিট সড়কে লেগুনা ও রিকশা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। রিকশায় বাড়তি ভাড়া দিয়ে চলাচল সম্ভব নয়। তাই বাধ্য হয়ে জীবন হাতে নিয়ে লেগুনায় চলাচল করি। ছোট ছোট ছেলেরা লেগুনা চালায়। এদের হাতে স্টিয়ারিং দেখে সত্যিই বুকে কাঁপন ধরে।

আরিফুল ইসলাম যে লেগুনায় যাতায়াত করছেন তার চালকের বয়স ১২ কিংবা ১৩। এ সময় তার হাতে থাকার কথা বই-কলম, নয়তো ঘুড়ির নাটাই বা ক্রিকেট ব্যাট। কিন্তু এ বয়সে হৃদয়ের হাতে গাড়ির স্টিয়ারিং। সে বসে আছে লেগুনার চালকের আসনে। বেশ বড় আকারের এ লেগুনাটি সে চালাতে পারে।

মিরপুর-২ নম্বর ৬০ ফিট লেগুনাস্ট্যান্ডে আড্ডা দিচ্ছে সিয়াম, লাবলু, শাহেদ, ইমরান ও লিখন। কারও বয়সই ১২ থেকে ১৩ বছরের ঊর্ধ্বে নয়। অথচ এরাই লেগুনা নিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছে সড়কে। ড্রাইভিং লাইন্সেস আছে এমন কোনো লেগুনাচালক চোখে পড়েনি।

২০ বছরের কম বয়সীরা বাস, মিনিবাস কিংবা লেগুনার কন্ডাক্টর বা সুপারভাইজার হতে পারবেন না। এমন নিয়ম রেখে ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ করেছে সরকার। সম্প্রতি ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এ দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিধিমালা চূড়ান্ত করেছে। সড়ক পরিবহন খাতে দেখা গেছে, শিশুদের কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এতে বলা হয়, কন্ডাক্টর বা সুপারভাইজারের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ হবে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট অধিক্ষেত্রের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বা সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বা কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত অন্য কোনো কর্মচারী।

কন্ডাক্টর বা সুপারভাইজার লাইসেন্স মঞ্জুরের শর্তে বলা হয়েছে, বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে।

অথচ ৬০ ফিট মনিপুর স্কুলের সামনে লেগুনার যাত্রীদের জন্য হাঁকডাক করছে শিশু কন্ডাক্টর। তার বয়স ১২ ছুঁই ছুঁই। এই বয়সে তার স্কুল আঙ্গিনায় ছোটাছুটি করার কথা। কাছে গিয়ে জানা যায় তার নাম সাব্বির, জন্মস্থান ভোলা। দিনে তিন থেকে চারশ টাকা আয় করে সে।

সরেজমিনে দেখা যায়, ১৩ থেকে ১৫ বছর বয়সের কিশোররা লেগুনা চালাচ্ছে। প্রতিটি লেগুনায় ১৪-১৫ জন যাত্রী যাতায়াত করেন। বেশিরভাগ চালকের বয়স ১৮ বছরের অনেক কম। চালক বাদে চালকের সহকারী সবই শিশু। এ শিশুদের বয়স ছয় থেকে ১২ বছর। এই শিশুরা লেগুনার সিঁড়িতে দাঁড়িয়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করে। জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে কাজ করে যে কোনো সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

teenage-driver-1.jpg

জানা যায়, বেশিরভাগ লেগুনার চালকদের কোনো লাইসেন্স নেই। কম খরচে তাদের ওপর মালিকপক্ষের প্রভাব বিস্তার করতে সহজ হওয়ায় শিশু-কিশোরদের দিয়ে লেগুনা চালানো হচ্ছে। মাঝে মধ্যে বিআরটিএ অভিযান চালায়। কিছু সময় বন্ধ রেখে আবারও কিশোররা লেগুনা হাঁকিয়ে চলে সড়কে। শিশু কন্ডাক্টরদের জিজ্ঞেস করলে তারা জানায়- লেগুনায় এমনিতেই চড়তে এসেছে, কাজের সঙ্গে তাদের সম্পৃক্ত নেই।

কামরুজ্জামান (১৯) নামে এক চালক বলেন, যাদের বয়স ছোট তারা কেউ লেগুনার সঙ্গে সম্পৃক্ত না। তারা সবাই বেড়াতে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, প্রায় ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। সরকার ৩৮টি ঝুঁকিপূর্ণ কাজের তালিকা করেছে, যার মধ্যে গণপরিবহন অন্যতম। এছাড়া শিশুদের দিনে পাঁচ ঘণ্টার বেশি কাজ না করানোর কথাও বলা হয়েছে। যদিও এ নিয়ম কোথাও মানা হয় না।