- “ক্ষোভ”
রফিকুল ইসলাম।
এখনো কুসুমে কুসুমে কেন যে বিহার?
দ্যাখো না ক্ষুধিত শিশু,বোবা নির্বিকার!
হাজারো দুঃখে কাটে দিনমজুরের রাত
নিশিতে সম্ভ্রম লুটে লুটেরা ডাকাত।
ঘরে ঘরে নীরব শোক-ত্রাসে কম্পমান
প্রবীনের গালে থাপ্পড় -করুন অসম্মান!
একাত্তর গিয়েছে চলে?আরো হানাদার?
থমথমে কারফিউ -বিকট অন্ধকার।
মৌলবাদের চড়াসুর-ব্যাপ্ত চারিধার
যখন তখন বুদ্ধিজীবী, হত্যা বারংবার!
কেনরে তরুনদল,মধুতে দাও ডুব?
সূর্যালোকের চন্ডতাপে,হানো তীব্র ক্ষোভ।
অগ্নিমশাল
৫০০
২৬/১২/২০২২