শাল্লা প্রতিনিধি::- সুনামগঞ্জের শাল্লায় ২৫শে মার্চ অপারেশন সার্চ লাইট গণহত্যা দিবসে আলোচনা সভা পালন করা হয়েছে। শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫মার্চ শনিবার ১১টায় গণমিলনায়তনে এই দিবসটি পালন করা হয়। গণহত্যা দিবসে বক্তারা বলেন ২৫শে মার্চের রাতে পাকিস্তানিরা মাথায় লাইট বেধে শুধু ঢাকাতেই সাত হাজার মানুষকে হত্যা করেছিল। প্রায় তিন হাজার মানুষকে গ্রেফতার করেছিল। বক্তারা বলেন যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল যারা এদেশের মানুষের বিরোধিতা করেছিল তারা মুক্তিযুদ্ধ বিরোধী,এদেশের বিরোধী,স্বাধীনতা বিরোধী,মুক্তিযুদ্ধ বিরোধী,রাজাকার ও আলশামসরা যাতে বাংলাদেশ সরকারের কাছ থেকে কোন ধরনের সুযোগসুবিধা না নিতে পারে সরকারের প্রতি সেই আহ্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার চলমান রয়েছে যারা এদেশের মানুষকে নির্যাতন করেছে,লুটপাট করেছে,মা-বোন দের ইজ্জত কেড়ে নিয়েছে তা কখনো-ই বাংলাদেশটাকে ভালবাসে না। তাই এসব কুচক্রীদের সরকারের দেওয়া সুযোগসুবিধা থেকে একদম দূরে রাখার আহ্বান জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা স্বর্ণালি মজুমদার স্বর্ণার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাশ,অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সজীব হাওলাদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো: ফজলুল করিম,প্রাথমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস,গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন,হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রাসার সুপার মো: আব্দুল মান্নান ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ আরো অনেকেই।