চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরকান সড়কে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরিফে বুধবার উরস শরিফ অনুষ্ঠিত হয়। সেখানে আসা লোকজন সকালে বাসে করে ফিরে যাওয়ার সময় উপজেলার রায়খালী ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় পাঁচ জন মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহতদের তাৎক্ষণিক পরিচয় কিংবা নাম-ঠিকানা পাওয়া যায়নি।’চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ আহত অপর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশার ৫ যাত্রীর
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১২:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- ৬০৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ