ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সুবিপ্রবিতে সুষ্ঠুভাবে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo কুরআন বিরোধী প্রতিবেদন বাতিলের দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ Logo দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা Logo এডঃ মল্লিক মঈনুদ্দিন সোহেল সৈয়দপুর আদর্শ কলেজের সভাপতি নির্বাচিত, জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দ এর অভিনন্দন Logo কোনো কৃষক হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে- খাদ্য উপদেষ্টা Logo সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন Logo শান্তিগঞ্জে আ.লীগ নেতা ছহিল মিয়া চৌধুরী গ্রেফতার Logo শান্তিগঞ্জে প্রভাবশালীর বিরুদ্ধে নিরীহ পরিবারের ধান কেটে নেয়ার অভিযোগ Logo তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ যুবক আটক Logo কুয়েট ভিসির পদত্যাগ দাবীতে সুনামগঞ্জে প্রতীকী অনশন

শাল্লায় শতভাগ ধান কর্তন

শাল্লা প্রতিনিধি::-তথ্য প্রযুক্তির এই যুগে শাল্লাও এর বাহিরে নয়।
কৃষিতেও তথ্য প্রযুক্তি ডিজিটালের ক্ষেত্রে একধাপ এগিয়ে যার ফলে ডিজিটাল সুবিধা নিতে পারছে কৃষকেরা। হাওরে শ্রমিক (বেপারি) সংকট থাকা সত্ত্বেও দু’সপ্তাহের মধ্যেই শতভাগ ধান কাটতে সক্ষম হয়েছে শাল্লার কৃষকেরা। উপজেলার বেশ কয়েকটি হাওর ঘুরে দেখা গেছে হাওরে বন (খড়ের) টাল ছাড়া ধান কাটার বাকি নেই। হাওরের বিভিন্ন জায়গা থেকে গোখাদ্য বাড়িতে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ভান্ডাবিল হাওরের নন হাওরের উঁচু জায়গায় কিছু ধান কর্তনের বাকি থাকতে দেখা গেছে। এই জমিগুলো দো-পসলা ও ধানগুলো সাধারণত মাঘ মাসের শেষার্ধে রোপণ করা হয়। তাছাড়া উপজেলার ৬টি হাওরের মধ্যে কোন হাওরেই বোরো ধান কর্তনের বাকি নেই। আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার বিরূপ অবস্থা থাকার পরেও বৈশাখের শুরু থেকেই আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই কৃষকদের অনুকূলে থাকায় খুব অল্প সময়েই সোনার ফসল গোলায় তুলতে পেরেছেন কৃষকেরা। জানা যায় প্রতিবছরের ন্যায় এবছরও ৭০% মূল্য সরকারের দেওয়া ভর্তুকিতে ছোট-বড় ৬২ টি ধান কাটার হারভেস্টার ও রিপার মেশিন দিনেরাতে হাওরে ধান কাটার কাজে ব্যবহার করা হয়েছে। সেজন্য শ্রমিক সংকটের কথা ভুলে যান উপজেলার কৃষকেরা। হারভেস্টার মেশিনে ধান কেটে সঙ্গে সঙ্গে মাড়াই করে একেবারে খড়কুটা পরিষ্কার করে দিয়েছে,এতে কৃষকদের কম সময়ে ধান তুলার সঙ্গে সঙ্গে আর্থিকভাবেও সাশ্রয় পেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বলেন আমাদের উপজেলায় শতভাগ ধান কাটা শেষ। তিনি বলেন বড় হাওর ছাড়া ছোট (নন) হাওরে ৩৫% এর মত কিছু ধান রয়েছে কারন এগুলো প্রজেক্টের আওতায় দু’পশলা জমি হওয়ায় ধান পরিপক্বতে দেরি হয়।

বৃহত্তর ছায়ার হাওরের কৃষক তকবীর হোসেন বলেন এবছর আমি প্রায় একশো কের জমি করেছি ধান কাটা শেষ বাম্পার ফলন হয়েছে তিনি বলেন আবহাওয়া ভাল থাকায় ও হারভেস্টার মেশিনের সার্বিক সহযোগিতায় খুব কম সময়েই ধান কাটতে পেরেছি এই তত্ত্ব প্রযুক্তি সরকারের উন্নয়নের অন্যতম একটি অংশ, ধান রাখার জন্য বাড়িতে দুটি গোলা রয়েছে প্রায় ২২” শ মন ধান পেয়েছি বলে জানান তিনি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় শাল্লা উপজেলায় এবছর প্রায় ২১ হাজার ৬৯৪ হেক্টর জমিতে বোরোধান আবাদ করা হয়েছে যা থেকে ধানের চাল উৎপাদনের লক্ষ মত্রা ১ লক্ষ মেট্রিকটন যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫০ কোটি টাকা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

সুবিপ্রবিতে সুষ্ঠুভাবে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাল্লায় শতভাগ ধান কর্তন

আপডেট সময় ০৩:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

শাল্লা প্রতিনিধি::-তথ্য প্রযুক্তির এই যুগে শাল্লাও এর বাহিরে নয়।
কৃষিতেও তথ্য প্রযুক্তি ডিজিটালের ক্ষেত্রে একধাপ এগিয়ে যার ফলে ডিজিটাল সুবিধা নিতে পারছে কৃষকেরা। হাওরে শ্রমিক (বেপারি) সংকট থাকা সত্ত্বেও দু’সপ্তাহের মধ্যেই শতভাগ ধান কাটতে সক্ষম হয়েছে শাল্লার কৃষকেরা। উপজেলার বেশ কয়েকটি হাওর ঘুরে দেখা গেছে হাওরে বন (খড়ের) টাল ছাড়া ধান কাটার বাকি নেই। হাওরের বিভিন্ন জায়গা থেকে গোখাদ্য বাড়িতে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ভান্ডাবিল হাওরের নন হাওরের উঁচু জায়গায় কিছু ধান কর্তনের বাকি থাকতে দেখা গেছে। এই জমিগুলো দো-পসলা ও ধানগুলো সাধারণত মাঘ মাসের শেষার্ধে রোপণ করা হয়। তাছাড়া উপজেলার ৬টি হাওরের মধ্যে কোন হাওরেই বোরো ধান কর্তনের বাকি নেই। আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার বিরূপ অবস্থা থাকার পরেও বৈশাখের শুরু থেকেই আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই কৃষকদের অনুকূলে থাকায় খুব অল্প সময়েই সোনার ফসল গোলায় তুলতে পেরেছেন কৃষকেরা। জানা যায় প্রতিবছরের ন্যায় এবছরও ৭০% মূল্য সরকারের দেওয়া ভর্তুকিতে ছোট-বড় ৬২ টি ধান কাটার হারভেস্টার ও রিপার মেশিন দিনেরাতে হাওরে ধান কাটার কাজে ব্যবহার করা হয়েছে। সেজন্য শ্রমিক সংকটের কথা ভুলে যান উপজেলার কৃষকেরা। হারভেস্টার মেশিনে ধান কেটে সঙ্গে সঙ্গে মাড়াই করে একেবারে খড়কুটা পরিষ্কার করে দিয়েছে,এতে কৃষকদের কম সময়ে ধান তুলার সঙ্গে সঙ্গে আর্থিকভাবেও সাশ্রয় পেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বলেন আমাদের উপজেলায় শতভাগ ধান কাটা শেষ। তিনি বলেন বড় হাওর ছাড়া ছোট (নন) হাওরে ৩৫% এর মত কিছু ধান রয়েছে কারন এগুলো প্রজেক্টের আওতায় দু’পশলা জমি হওয়ায় ধান পরিপক্বতে দেরি হয়।

বৃহত্তর ছায়ার হাওরের কৃষক তকবীর হোসেন বলেন এবছর আমি প্রায় একশো কের জমি করেছি ধান কাটা শেষ বাম্পার ফলন হয়েছে তিনি বলেন আবহাওয়া ভাল থাকায় ও হারভেস্টার মেশিনের সার্বিক সহযোগিতায় খুব কম সময়েই ধান কাটতে পেরেছি এই তত্ত্ব প্রযুক্তি সরকারের উন্নয়নের অন্যতম একটি অংশ, ধান রাখার জন্য বাড়িতে দুটি গোলা রয়েছে প্রায় ২২” শ মন ধান পেয়েছি বলে জানান তিনি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় শাল্লা উপজেলায় এবছর প্রায় ২১ হাজার ৬৯৪ হেক্টর জমিতে বোরোধান আবাদ করা হয়েছে যা থেকে ধানের চাল উৎপাদনের লক্ষ মত্রা ১ লক্ষ মেট্রিকটন যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫০ কোটি টাকা।