ডেস্ক রিপোর্টঃ
বঙ্গোপসাগরে চলছে ঘূর্ণিঝড় হামুনের প্রস্তুতি। লঘুচাপ রূপ নিচ্ছে নিম্নচাপে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এ সপ্তাহ শেষ নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে দেশের উপকূলীয় বিভাগ খুলনা ও বরিশালের কয়েকটি জেলায়। ঝড়টির তীব্রতা সাধারণ হওয়ার সম্ভাবনা থাকলেও চিংড়ি চাষিদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। হেমন্তের শুরুতেই হঠাৎ উত্তাল বঙ্গোপসাগর। আবহাওয়া পূর্বাভাসেও মিলল অশনিসংকেত। সাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে। যার প্রভাবে ভিজবে দেশের উত্তর-পূর্বাংশ। উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কার কথাও জানালেন আবহাওয়া গবেষকরা।