ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বসত বাড়ির জায়গা জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা, দেয়াল নির্মাণ করার অভিযোগ Logo শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন Logo একুশের প্রথম প্রহরে জামালগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়া কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত-১ Logo মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি Logo দোয়ারাবাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস উদযাপন Logo একুশের প্রথম প্রহরে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন Logo শান্তিগঞ্জের পাইকাপনে বিএনপির কর্মীসভা Logo পূর্ব পাগলায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা

গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত।

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১২:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার ৫নং পাথারিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে ‘কমিউনিটি মতবিনিময় সভা’ এবং’ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
( ১৮ ফেব্রুয়ারি)সকাল ১১টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি, ভিডিও প্রদর্শনীর মাধ্যমে জনগণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। উপজেলা কোঅর্ডিনেটর সোহেল আহমদ বলেন গ্রাম আদালতের মাধ্যমে তিন লক্ষ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। এটি গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর একটি বিচার ব্যবস্থা। সকলের উচিত এই সেবার সুযোগ গ্রহণ করে আইনি জটিলতা দ্রুত সমাধান করা।” তিনি আরও বলেন, “বিচার ব্যবস্থাকে সহজলভ্য করতে গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আমরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারবো।” পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বলেন আমাদের গ্রাম আদালতের উদ্দেশ্য হলো, গ্রামবাসীদের দ্বন্দ্ব-সংঘাত দ্রুত নিষ্পত্তি করে ন্যায়বিচার নিশ্চিত করা। অনেক সময় আমরা দেখি, সাধারণ মানুষ বড় আদালতে মামলা করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হয়রানির শিকার হন। অথচ, গ্রাম আদালতে এলে সহজেই আইনি সহায়তা পাওয়া যায় এবং এখানে কোনো ধরনের দালাল বা বাড়তি খরচের ঝামেলা নেই। আমি সকল গ্রামবাসীকে আহ্বান জানাচ্ছি—আপনারা যদি কোনো আইনি সমস্যায় পড়েন, তাহলে গ্রাম আদালতে আসুন। আমরা আপনাদের পাশে আছি এবং আইনের মাধ্যমে যথাযথ সমাধান দিতে প্রস্তুত। সোহেল আহমদ গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার জন্য সকলের সহায়তা কামনা করেন। এই আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনমুখী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য,গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

বসত বাড়ির জায়গা জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা, দেয়াল নির্মাণ করার অভিযোগ

গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত।

আপডেট সময় ১২:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার ৫নং পাথারিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে ‘কমিউনিটি মতবিনিময় সভা’ এবং’ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
( ১৮ ফেব্রুয়ারি)সকাল ১১টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি, ভিডিও প্রদর্শনীর মাধ্যমে জনগণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। উপজেলা কোঅর্ডিনেটর সোহেল আহমদ বলেন গ্রাম আদালতের মাধ্যমে তিন লক্ষ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। এটি গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর একটি বিচার ব্যবস্থা। সকলের উচিত এই সেবার সুযোগ গ্রহণ করে আইনি জটিলতা দ্রুত সমাধান করা।” তিনি আরও বলেন, “বিচার ব্যবস্থাকে সহজলভ্য করতে গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আমরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারবো।” পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বলেন আমাদের গ্রাম আদালতের উদ্দেশ্য হলো, গ্রামবাসীদের দ্বন্দ্ব-সংঘাত দ্রুত নিষ্পত্তি করে ন্যায়বিচার নিশ্চিত করা। অনেক সময় আমরা দেখি, সাধারণ মানুষ বড় আদালতে মামলা করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হয়রানির শিকার হন। অথচ, গ্রাম আদালতে এলে সহজেই আইনি সহায়তা পাওয়া যায় এবং এখানে কোনো ধরনের দালাল বা বাড়তি খরচের ঝামেলা নেই। আমি সকল গ্রামবাসীকে আহ্বান জানাচ্ছি—আপনারা যদি কোনো আইনি সমস্যায় পড়েন, তাহলে গ্রাম আদালতে আসুন। আমরা আপনাদের পাশে আছি এবং আইনের মাধ্যমে যথাযথ সমাধান দিতে প্রস্তুত। সোহেল আহমদ গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার জন্য সকলের সহায়তা কামনা করেন। এই আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনমুখী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য,গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।