ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই, বাকি ছিল শুধু তাদের হোয়াইটহোয়াশ করা। মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্বচ্যাম্পিয়নদের ১৬ রানে হারিয়ে সেই আনুষ্ঠানিকতাও সেরে ফেলল টাইগাররা।মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগের ম্যাচ থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আফিফ হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন শামীম হোসেন। সেই সঙ্গে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের।সিরিজের শেষ টি-টোয়েন্টি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা দুর্দান্ত হয়েছিল। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার মিলে পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৪৬ রান তুলেন।অষ্টম ওভারে আদিল রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে রনি ফিরতি ক্যাচ দিলে ৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে। আউট হওয়ার আগে ২২ বলে তিন চারে ২৪ রান করেন রনি। রনি ফিরলেও লিটন এবং শান্তর ব্যাটে বাংলাদেশের রানের চাকা সচল থাকে।৪১ বলে ক্যারিয়ারের নবম ও সিরিজের প্রথম ফিফটি তুলে নেন লিটন। লিটনের ফিফটির সঙ্গে সঙ্গে পূরণ হয় দলের শত রানও। ইনিংসের ১৭তম ওভারে ক্রিস জর্দানের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন। আউট হওয়ার আগে ১০ চার এবং এক ছয়ে ৭৩ রান করেন এ ডানহাতি ব্যাটার।লিটনের বিদায়ে দ্বিতীয় উইকেটে শান্তর সঙ্গে তার ৮৪ রানের জুটি ভেঙে যায়। তবে শান্ত এবং সাকিব আল হাসানের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ১ রান সংগ্রহ করে বাংলাদেশ। শান্ত ৩৬ বলে ৪৭ এবং সাকিব ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন।১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। অভিষিক্ত তানভীরের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে দলীয় ৫ রানে আউট হন ওপেনার ফিলিপ সল্ট। তবে জস বাটলার ও ডেভিড মালানের ৯৫ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তুলে সফরকারীরা। ১২তম ওভারের শেষ বলে ২১তম হাফ সেঞ্চুরি করেন ডেভিড মালান।তবে দুই বলের ব্যবধানে বাটলার ও মালানকে তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৪তম ওভারে মোস্তাফিজের বলে মালান উইকেটের পেছনে ক্যাচ দেন। আউট হওয়ার আগে ৪৭ বলে ছয় চার ও দুই ছয়ে ৫৩ রান করেন মালান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেট শিকার করেন মোস্তাফিজ।পরের বলে ফিরে যান বাটলারও। মোস্তাফিজের লেংথ বলটা পয়েন্টে খেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন বেন ডাকেট, সাড়াও দিয়েছিলেন বাটলার। তবে মিরাজের সরাসরি থ্রোয়ে ভেঙেছে স্টাম্প। ৩১ বলে চারটি চার ও একটি ছয়ে ৪০ রান করেন ইংলিশ অধিনায়ক।১৬তম ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ পকেটে পুরে ফেলে বাংলাদেশ। ওভারের দ্বিতীয় ডেলিভারিতে তাসকিনের বলে মিরাজের হাতে ধরা পড়েন ১০ বলে ৯ রান করা মঈন আলি। ওভারের শেষ বলে ১১ বলে ১১ রান করা বেন ডাকেটকেও বোল্ড করেন তাসকিন।১৯তম ওভারে নিজেকে এনেছেন সাকিব, ব্যাকফুটে গিয়ে তুলে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে তানভীরের হাতে ধরা পড়েন ৬ বলে ৪ রান করা স্যাম কারান। জয়ের জন্য শেষ ওভারে ইংলিশদের দরকার ছিল ২৭ রান।হাসান মাহমুদের করা প্রথম দুই বলে চার মারেন ক্রিস ওকস। তবে পরের চার বলে মাত্র দুই রান তুলতে পারে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রানে আটকে যায় সফরকারীরা। ফলে বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ তে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নেয় টাইগাররা।
ঢাকা
,
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের দিরাইয়ের রফিনগর গ্রামের সাজ্জাতুলের বাড়িঘরে হামলা,ভাংচুর লুটপাঠসহ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ভাংচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত -নিহতদের স্মরণে দোয়ারাবাজারে স্মরণ সভা অনুষ্ঠিত
অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্র গোপন বৈঠকে থাকা ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার জেলা ছাত্রলীগের সহ সভাপতি
শান্তিগঞ্জে বিনামূল্যে গরু বিতরণের লক্ষ্যে অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ
দোয়ারাবাজারে সরকারি গাছ কর্তন।। জব্দ করলো প্রশাসন
শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাহিরপুরে’স্মরণ সভা’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে শান্তিগঞ্জে ‘স্মরণ সভা’
চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ বাম্পার ফলনে শান্তিগঞ্জের কৃষকের মুখে হাসি
জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅদ্ভুত্থানে আহত ও শহীদদের স্মরণে ছাতকে স্মরণ সভা
বাঘের গর্জনে ইংলিশ সিংহরা যেন ভেজা বিড়াল
- জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৭:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- ৫৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ