সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে, হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের বিশেষ অনুরোধে শেষবারের মতো আগামী ২১ মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়ানো হলো।এতে আরও বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে। এছাড়া যারা এখনও পাসপোর্ট পাননি তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।আগামী ২১ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারগুলোর অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখাগুলো খোলা রাখার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।এর আগে, হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৬ মার্চ পর্যন্ত বাড়িয়ে গত ৭ মার্চ বিজ্ঞপ্তি দেয় ধর্ম মন্ত্রণালয়।এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি হজের জন্য নিবন্ধন করতে পারবেন।এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে একজন বাংলাদেশিকে কমপক্ষে ৬ লাখ ৮৩ হাজার টাকা খরচ করতে হবে। যা আগের বছরের তুলনায় প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা বেশি। বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে এ বছর ন্যূনতম খরচ হয়েছে ৬ লাখ ৭২ হাজার টাকা, যা গত বছরের তুলনায় প্রায় দেড় লাখ টাকা বেশি।
ঢাকা
,
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










ফের বাড়লো হজযাত্রী নিবন্ধনের সময়
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:২৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- ৬৫৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ