ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভাটিপাড়া ইউনিয়ন এ ১ম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
স্টাফ রিপোর্টার: দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের গনকা ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতার ছোট ভাই আমেরিকা প্রবাসী মিজান চৌধুরীর অর্থায়নে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ইউনিয়নের ৯ টি ওয়ার্ড এ খেলায় অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গনকা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সাজিদুল ইসলাম, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর তালুকদার,ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ,খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য আমজাদ হোসেন চৌধুরী, দিল হক তালুকদার,, খোরশেদ আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী সানোয়ার হোসেন, আয়োজক কমিটির সদস্য সানি চৌধুরী প্রমুখ।উল্লেখ্য ৯ টি ওয়ার্ডের প্রতিটি টিমকে জার্সি ও ফুটবল উপহার দেওয়া হয় গনকা ফাউন্ডেশনের পক্ষ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী বলেন ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতা আজ যে ভাটিপাড়া ইউনিয়নের মধ্যে যে বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। খেলাধূলা মানুষের মধ্যে ভাতৃত্ববোধের সৃষ্টি করে, হিংসা বিদ্বেষ দুর করে, আর আবহমান গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় খেলা হল ফুটবল। এই ফুটবল এখন তো হারিয়ে যাওয়ার পথে তিনি এই হারিয়ে যাওয়া ফুটবল খেলাকে আজকের আয়োজনের মধ্য দিয়ে আবারো জাগিয়ে তুলার চেষ্টা করে যাচ্ছেন। আমি মনে করি এভাবে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা দরকার। উদ্ভাবনী অনুষ্ঠানে ৯ টি ওয়ার্ডের ফুটবল টিম ও ইউপি সদস্যদের নিয়ে মাঠে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে বিভিন্ন লেখা সংবলিত শ্লোগান দিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। মাদক মুক্ত ইউনিয়ন গড়ি, দূর্নীতি মুক্ত সমাজ গড়ি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গনকা ফাউন্ডেশনের ফাউন্ডার ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতা।খেলা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইকূল কাজী, পলাশ তালুকদার, প্রমুখ। উদ্বোধনী খেলায় ৯ নং ওয়ার্ড শরীফপুর ও ৬ নং ওয়ার্ড মধুরাপুর ফুটবল টিম মুখোমুখি হয়। খেলায় শরীফপুর টিম ২- ১ গোলে জয় লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ হন বিজয়ী দলের রাহুল মিয়া। খেলা শেষে আগত দর্শকদের মধ্যে র্াফেল ড্র অনুষ্ঠিত হয়।লটারীর মাধ্যমে তিন জন বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।