নিখোঁজের পাঁচদিন পর জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইন থেকে জালাল হোসেন (৪১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর লেভেল ক্রসিং থেকে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।জালাল বগুড়া জেলার সোনাতলা উপজেলার মুন্নুসালা নয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কৃষিকাজের পাশাপাশি লোহার তৈরি জিনিসপত্রের ব্যবসা করতেন।আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল ট্রেনে কেটে সকাল ৭টার দিকে স্টেশনের দক্ষিণ আউট সিগন্যালের পাশে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাই। ঘটনাস্থলে ওই ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করে রেলওয়ে পুলিশকে খবর দিই। মোবাইল ফোনে নিহতের চাচাতো ভাই আরিফ হোসেনের সঙ্গে কথা হয়।নিহতের চাচাতো ভাই আরিফ হোসেন জানান, ঈদের দুদিন আগে বৃহস্পতিবার বিকালে জালাল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখঁজি করে তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে জালালের মোবাইল থেকে কল পেয়ে জানতে পারি তার মরদেহ আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে রেল ক্রসিংয়ে পড়ে আছে। সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার পরিদর্শক মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
ঢাকা
,
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










পাঁচদিন ধরে নিখোঁজ, রেললাইনে মিললো কৃষকের লাশ
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১২:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- ৬৭৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ