ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রযুক্তি নির্ভর যুবশক্তির অঙ্গীকারে শান্তিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন Logo বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক ও ৩টি নোট বিনিময় Logo শান্তিগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত Logo দোয়ারাবাজারে চেলানদীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৮ গ্রামবাসীর প্রতিবাদ সমাবেশ Logo সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন Logo শান্তিগঞ্জে বিষপানে যুবকের করুণ মৃত্যু Logo “দিরাই-শাল্লায় শিশির মনিরের নৌকা বাইচে উৎসবের ঢেউ, লক্ষ মানুষের মিলনমেলা” Logo জন্মদিনেই না ফেরার দেশে শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী খুশি Logo বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাড়ি ফেরা হলো না স্নেহার — সড়ক দুর্ঘটনায় নিভে গেল এক সম্ভাবনার প্রদীপ Logo “আওয়ামী ফ্যাসিবাদের পতনের বিজয়-বার্তা—সুনামগঞ্জে জেলা বিএনপির বিশাল গণমিছিল”

কে সে আল আমিন চৌধুরীএ–নামুল বারী লেলিন

কে সে আল আমিন চৌধুরীএ–নামুল বারী লেলিন

সাবেক সাধারণ সম্পাদক,স্বেচ্ছাসেবক লীগ
শাল্লা উপজেলা শাখা

 

আওয়ামীলীগ একটি বৃহত্তম সংগঠন। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটা স্বাভাবিক। এক নেতাকে ভাল লাগে আরেক নেতাকে ভাল নাও লাগতে পারে এটাও স্বাভাবিক। তারপরও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ যেকোনো আন্দোলন নির্বাচনে আমাদের দলীয় প্রতীক নৌকা। স্থানীয় বা জাতীয় নির্বাচনে নৌকা আমাদের ঐক্যের প্রতীক।অতএব নৌকা যে আনবে আমরা তার সাথেই আছি।
আমাদের বর্তমান এম.পি মহোদয় শ্রদ্ধেয় নেত্রী ড.জয়া সেনগুপ্তা দিরাই শাল্লায় নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই।এই ফ্যামিলির বিস্তর ইতিহাস বলে শেষ করা যাবে না।আগামী নির্বাচনে আবারও প্রিয় নেত্রী দলীয় মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা করছি। এদিকে আবার আমাদের প্রিয় নেত্রীর খুব আস্থাভাজন শাল্লা উপজেলা আওয়ামিলীগের দুর্দিনের কান্ডারী দক্ষ সংগঠক -উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের নন্দিত চেয়ারম্যান আল-আমীন চৌধুরী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট ব্যাক্তি, স্মার্ট দল,স্মার্ট বাংলাদেশ, তারুণ্যের অহংকার স্মার্ট নেতা আল-আমীন চৌধুরীও জাতীয় নির্বাচনে দিরাই-শাল্লায় দলীয় মনোনয়ন পাবার আশা করেছেন।
শাল্লা উপজেলা আওয়ামিলীগ যখন অগোছালো,নেতাকর্মীদের মধ্যে যখন বিবাদ, নেতা কর্মী মানে না,কর্মী নেতা মানে না এই দুর্দিনে আমাদের প্রয়াত নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, বর্তমান সভাপতি জনাব অলিউল হক,প্রয়াত নেতা বাবু সুধাংশু চৌধুরী প্রয়াত নেতা বাবু নরেশ চৌধুরী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ সহ সর্বস্তরের নেতৃবৃন্দের আবিষ্কার ছাত্রনেতা আল-আমীন চৌধুরী। তখন একদল বলেছিল লিডার আল-আমীন চৌধুরী কি পারবে সংগঠন চালাতে তখন উত্তরে প্রয়াত নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাতে হয় না। শুরু হল আল-আমীন চৌধুরীর রাজনীতি। শ্রদ্ধেয় নেতার আদর্শ নীতিতে সাঁতার কাটতে রইলেন তৃণমুল হইতে কেন্দ্র, কর্মী হইতে নেতা, কৃষকের দ্বারে দ্বারে, জনতার সুখে-দুঃখে, রাস্তায় -রেস্তোরায়, হাটে-বাজারে,বাঁধ গড়ায়, বাঁধ ভাঙ্গায়, হাওরে,অসুস্থ নেতা কর্মীর পাশে সংগঠনের সফলতা প্রত্যেক নেতা কর্মীর যোগাযোগ।
বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান রাজনীতির কারিগর আমাদের নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত দিরাই – শাল্লাকে শোক সাগরে ভাসিয়ে পরপারে চলে গেলেন।আমরা অসহায় হয়ে গেলাম। দুঃখ ভারাক্রান্ত মন তবুও সামনে উপনির্বাচন কে হাল ধরবে আমরা চিন্তিত। শত শত বাধা তারপরও বাবুর সুযোগ্য সহধর্মিণী ড.জয়া সেনগুপ্তা কে দলীয় প্রার্থী করে নিয়ে আসলেন আল-আমীন চৌধুরীরা। সাব্বাশ আমরা বিজয়ীও হলাম
শুরু হলো আমাদের প্রিয় নেত্রী ড. জয়া সেনগুপ্তার রাজনীতি।মাননীয় এম.পি মহোদয় আল-আমীন চৌধুরীকে দিয়ে রাজনীতি, অর্থনীতি,সমাজনীতি, উন্নয়ন, কোন নেতা কর্মী মারা গেলে বা অসুস্থ হলে বাড়িতে গিয়ে সান্ত্বনা দেওয়া, কোন দাঙ্গা-হাঙ্গামায় উপস্থিত হওয়া, কোন সালিশ বৈঠক, বিচার -ব্যবস্থা সব কিছুই সাড়তেন আমরাও খুশি।
আসলো উপজেলা নির্বাচন প্রয়াত নেতার আদর্শ নীতি বুকে ধারণ করে মাননীয় এম.পি মহোদয় ড.জয়া সেনগুপ্তার আস্থা ভালবাসা ও আশীর্বাদ নিয়ে নির্বাচনে প্রার্থী হলেন আল-আমীন চৌধুরী , বিপুল ভোটে বিজয়ী হলেন। কে এই আল-আমীন চৌধুরী ষাট দশকের মাঝামাঝি সময়ে শাল্লায় যখন জয় বাংলা বলার কেউ ছিল না, কমিউনিস্টরা চিৎকারে কান ঝালাপালা করতো। ঠিক সে সময়ে মরহুম আঃমান্নান চৌধুরী সাহেবের ধর্ম নিরপেক্ষ দল বাংলাদেশ আওয়ামিলীগের সাহস নিয়ে এক ঝাঁক তরুণ, যুবক এক বুক সাহস নিয়ে ঝাপিয়ে পরলেন। সংগঠনের কাজে শতভাগ সফলও হলেন। তিনি শাল্লা উপজেলা আওয়ামিলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। সুনামগঞ্জ মহকুমা আওয়ামিলীগে যুগ্ম সাধারণ সম্পাদক আর আঃ মান্নান চৌধুরী সাহেবের সুযোগ্য পুত্র চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ( আল-আমীন চৌধুরী)।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

প্রযুক্তি নির্ভর যুবশক্তির অঙ্গীকারে শান্তিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

কে সে আল আমিন চৌধুরীএ–নামুল বারী লেলিন

আপডেট সময় ০৭:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

কে সে আল আমিন চৌধুরীএ–নামুল বারী লেলিন

সাবেক সাধারণ সম্পাদক,স্বেচ্ছাসেবক লীগ
শাল্লা উপজেলা শাখা

 

আওয়ামীলীগ একটি বৃহত্তম সংগঠন। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটা স্বাভাবিক। এক নেতাকে ভাল লাগে আরেক নেতাকে ভাল নাও লাগতে পারে এটাও স্বাভাবিক। তারপরও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ যেকোনো আন্দোলন নির্বাচনে আমাদের দলীয় প্রতীক নৌকা। স্থানীয় বা জাতীয় নির্বাচনে নৌকা আমাদের ঐক্যের প্রতীক।অতএব নৌকা যে আনবে আমরা তার সাথেই আছি।
আমাদের বর্তমান এম.পি মহোদয় শ্রদ্ধেয় নেত্রী ড.জয়া সেনগুপ্তা দিরাই শাল্লায় নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই।এই ফ্যামিলির বিস্তর ইতিহাস বলে শেষ করা যাবে না।আগামী নির্বাচনে আবারও প্রিয় নেত্রী দলীয় মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা করছি। এদিকে আবার আমাদের প্রিয় নেত্রীর খুব আস্থাভাজন শাল্লা উপজেলা আওয়ামিলীগের দুর্দিনের কান্ডারী দক্ষ সংগঠক -উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের নন্দিত চেয়ারম্যান আল-আমীন চৌধুরী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট ব্যাক্তি, স্মার্ট দল,স্মার্ট বাংলাদেশ, তারুণ্যের অহংকার স্মার্ট নেতা আল-আমীন চৌধুরীও জাতীয় নির্বাচনে দিরাই-শাল্লায় দলীয় মনোনয়ন পাবার আশা করেছেন।
শাল্লা উপজেলা আওয়ামিলীগ যখন অগোছালো,নেতাকর্মীদের মধ্যে যখন বিবাদ, নেতা কর্মী মানে না,কর্মী নেতা মানে না এই দুর্দিনে আমাদের প্রয়াত নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, বর্তমান সভাপতি জনাব অলিউল হক,প্রয়াত নেতা বাবু সুধাংশু চৌধুরী প্রয়াত নেতা বাবু নরেশ চৌধুরী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ সহ সর্বস্তরের নেতৃবৃন্দের আবিষ্কার ছাত্রনেতা আল-আমীন চৌধুরী। তখন একদল বলেছিল লিডার আল-আমীন চৌধুরী কি পারবে সংগঠন চালাতে তখন উত্তরে প্রয়াত নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাতে হয় না। শুরু হল আল-আমীন চৌধুরীর রাজনীতি। শ্রদ্ধেয় নেতার আদর্শ নীতিতে সাঁতার কাটতে রইলেন তৃণমুল হইতে কেন্দ্র, কর্মী হইতে নেতা, কৃষকের দ্বারে দ্বারে, জনতার সুখে-দুঃখে, রাস্তায় -রেস্তোরায়, হাটে-বাজারে,বাঁধ গড়ায়, বাঁধ ভাঙ্গায়, হাওরে,অসুস্থ নেতা কর্মীর পাশে সংগঠনের সফলতা প্রত্যেক নেতা কর্মীর যোগাযোগ।
বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান রাজনীতির কারিগর আমাদের নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত দিরাই – শাল্লাকে শোক সাগরে ভাসিয়ে পরপারে চলে গেলেন।আমরা অসহায় হয়ে গেলাম। দুঃখ ভারাক্রান্ত মন তবুও সামনে উপনির্বাচন কে হাল ধরবে আমরা চিন্তিত। শত শত বাধা তারপরও বাবুর সুযোগ্য সহধর্মিণী ড.জয়া সেনগুপ্তা কে দলীয় প্রার্থী করে নিয়ে আসলেন আল-আমীন চৌধুরীরা। সাব্বাশ আমরা বিজয়ীও হলাম
শুরু হলো আমাদের প্রিয় নেত্রী ড. জয়া সেনগুপ্তার রাজনীতি।মাননীয় এম.পি মহোদয় আল-আমীন চৌধুরীকে দিয়ে রাজনীতি, অর্থনীতি,সমাজনীতি, উন্নয়ন, কোন নেতা কর্মী মারা গেলে বা অসুস্থ হলে বাড়িতে গিয়ে সান্ত্বনা দেওয়া, কোন দাঙ্গা-হাঙ্গামায় উপস্থিত হওয়া, কোন সালিশ বৈঠক, বিচার -ব্যবস্থা সব কিছুই সাড়তেন আমরাও খুশি।
আসলো উপজেলা নির্বাচন প্রয়াত নেতার আদর্শ নীতি বুকে ধারণ করে মাননীয় এম.পি মহোদয় ড.জয়া সেনগুপ্তার আস্থা ভালবাসা ও আশীর্বাদ নিয়ে নির্বাচনে প্রার্থী হলেন আল-আমীন চৌধুরী , বিপুল ভোটে বিজয়ী হলেন। কে এই আল-আমীন চৌধুরী ষাট দশকের মাঝামাঝি সময়ে শাল্লায় যখন জয় বাংলা বলার কেউ ছিল না, কমিউনিস্টরা চিৎকারে কান ঝালাপালা করতো। ঠিক সে সময়ে মরহুম আঃমান্নান চৌধুরী সাহেবের ধর্ম নিরপেক্ষ দল বাংলাদেশ আওয়ামিলীগের সাহস নিয়ে এক ঝাঁক তরুণ, যুবক এক বুক সাহস নিয়ে ঝাপিয়ে পরলেন। সংগঠনের কাজে শতভাগ সফলও হলেন। তিনি শাল্লা উপজেলা আওয়ামিলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। সুনামগঞ্জ মহকুমা আওয়ামিলীগে যুগ্ম সাধারণ সম্পাদক আর আঃ মান্নান চৌধুরী সাহেবের সুযোগ্য পুত্র চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ( আল-আমীন চৌধুরী)।