চলতি মাসের শুরুতে তিনি সৌদিতে ওমরাহ করতে গিয়েছিলেন। সে সময়ে সাদা পোশাকে নিরাপত্তারক্ষীদের মাঝে ক্যামেরাবন্দি হন শাহরুখ।। কিন্তু এবার ছবির নতুন গান ‘বেশরম রং’ মুক্তির আগে মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে হাজির বলিউডের বাদশা। আর সেই খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়। দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফেরার প্রস্তুতি। ‘পাঠান’-এর নতুন গান ‘বেশরম রং’ মুক্তির আগেই মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে হাজির শাহরুখ খান। লোককথায় বলে, এই দেবী নাকি খুবই জাগ্রত। বন্ধুদের সঙ্গে মাতার দর্শন করতে মন্দিরে হাজির হন বলিউডের বাদশা। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে শাহরুখের মন্দির দর্শনের ভিডিয়ো।
অনেকে বলছেন, সামনেই তার একগুচ্ছ ছবি মুক্তি পাবে। তাই তিনি বিভিন্নভাবে আলোচনায় থাকার জন্য এমনটা করছেন। এদিকে আজ (১২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে তার ‘পাঠান’ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’।
উল্লেখ্য, প্রায় পাঁচ বছর পর আবারও নিজের সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরছেন কিং খান। শেষ তাকে দেখা গিয়েছিল ২০১৮ সালের ‘জিরো’ সিনেমায়। বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি সেই সিমেনা। তারপর একাধিক সিনেমায় ক্যামিও করলেও পূর্ণদৈর্ঘের সিনেমা মুক্তি হয়নি। ২০২৩ সাল শাহরুখের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’, তিনটি সিনেমা আগামী বছর মুক্তি পেতে চলেছে। দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি।