সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংকে এ ঘটনা ঘটে,সাভারে একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।মৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মিঠু (২২)। তিনি পরিছন্নকর্মী হিসেবে কাজ করেন। তিনি আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকার দরগা রোড় সাইমের ভাড়াটিয়া। এ ছাড়া বাকি দুইজন হচ্ছেন- খুলনা জেলার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে রাকিব (২২) ও রংপুর জেলার গাংগাচড়া থানা গ্রামের ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৭)। তারা দুজনেই আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের শ্রমিক। ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৯টার দিকে তিন জনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা, করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেন ছিল না। পরিষ্কার করতে নেমে ভেতরে বিষক্রিয়ায় মারা গেছে।”
ঢাকা
,
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










কারখানার সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারালেন ৩ জন
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:৪৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- ৬৭০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ