উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বালুখালীর ১৩ নম্বর ক্যাম্পে জি/ব্লকে ১৫-১৬ জনের একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান।কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে উখিয়ার বালুখালীর ১৩ নম্বর ক্যাম্পের জি ব্লকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-১৩নম্বর ক্যাম্পের জি ব্লকের বেচা মিয়ার ছেলে ৩০ বছরের মোহাম্মদ রফিক ও মোহাম্মদ হোসেনের ছেলের ৩৪ বছরের মোহাম্মদ রফিক। এ ঘটনায় ২৮ বছরের মোহাম্মদ ইয়াছিন নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বালুখালীর ১৩ নম্বর ক্যাম্পে জি/ব্লকে ১৫-১৬ জনের একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে রফিক নামে এক যুবক নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে রফিক নামের আরও এক যুবক মারা যান। আহত যুবককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পরিচালক (এএসপি) ফারুক আহমেদ বলেন, ঘটনার পর থেকে পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এখন পরিস্থিতি পুরোপুরি এপিবিএন ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকা
,
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, নিহত ২
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- ৬৪৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ