চলমান এসএসসি পরীক্ষায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীকে নকল সরবরাহের অভিযোগে নজরুল ইসলাম সুমন নামের এক অফিস সহকারীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এ অনিয়ম দেখতে পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন। কারাদণ্ড প্রাপ্ত নজরুল ইসলাম সুমন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (দফতরি)। বহিষ্কৃত শিক্ষার্থীর রোল নং-১৯৯১৭০।ইউএনও ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই বিদ্যালয় ছাড়া আরও দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে সকালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ওই বিদ্যালয়টিতে যাওয়ার পর একটি কক্ষে একজন শিক্ষার্থীকে নৈব্যত্তিকের (এমসিকিউ) উত্তর সরবরাহ করেন অভিযুক্ত নজরুল ইসলাম। বিষয়টি আমার নজরে এলে তাৎক্ষণিক হাতেনাতে তাকে আটক করা হয়। পরে শিক্ষার্থীর উত্তরপত্রের সঙ্গে নকল এবং উত্তরের মিল থাকায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা উভয়ে নিজেদের অপরাধ স্বীকার করে।তিনি আরও জানান, পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করায় অফিস সহকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা
,
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










হলে নকল সরবরাহ করায় অফিস সহকারীকে ২ বছরের কারাদণ্ড, শিক্ষার্থী বহিষ্কার
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৪:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- ৬০১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ