সোহান বিন নবাব(খালিয়াজুরী)
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় প্রায় দুই লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে এসব জালে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।
আজ বুধবার (৪ অক্টোবর ২০২৩) দুপুরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রোয়াইল বিলে ঐ অবৈধ জাল জব্দ করা হয়।
খালিয়াজুরী উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের রোয়াইল বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় দুই লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল জব্দ করা হয়। এসময় অভিযানের কার্যবিধি টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায় ও কাউকে আটক করা যায়নি। পরে অবৈধ জব্দকৃত জালে পেট্রোল এবং ডিজেল ঢেলে জ্বালিয়ে ধ্বংস করে দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এটিএম আরিফ
পরে সরকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এটিএম আরিফ বলেন, সরকার এ বছর মাছের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। আমরা সকাল থেকে আজকে মৎস সংরক্ষণ আইন বাস্তবায়নে রোয়াইল বিলে খালিয়াজুরী থানার সহায়তায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ ও পুড়িয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় খালিয়াজুরী মৎস্য অফিসার জনাব মোঃ বদিউজ্জামান বলেন মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা মৎস্য অফিস। অবৈধ কারেন্ট জাল,চায়না জাল,বের জালসহ সকল ধরনের অবৈধ জাল ধ্বংস করার লক্ষ্যে এরকম অভিযন ধারাবাহিক ভাবে চলবে।