ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকে ইমামকে রাখা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক হয়েছে। আশংকাজনক অবস্থায় ১০ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার(৩ডিসেম্বর) সকালে উপজেলার কালারুক ইউপির রাজাপুর গ্রামের এঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ টহল রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত বলে পুলিশ নিশ্চিত করেছে।
জানা যায়,কালারুকা রাজাপুর গ্রামের আজিম ও
জাকির মধ্যে মসজিদের ইমাম রাখা নিয়ে কথাকাটাকাটির বিরোধের জের ধরে একই গ্রামের দুপক্ষের মধ্যে দু ঘন্টা ব্যাপি দেশী অস্ত্র ইট কাটা পাথর লাঠি সুলফি কাচের বোতল দিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও মুখামুখি সংঘর্ষের জড়িয়ে পড়েছিল ।এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মধ্যে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ সংঘষের খবর পেয়ে কালারুকা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ উদ্দিন, সেনা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে অশান্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রনে নিয়ে আসেন। আশংকাজনক আহতরা হলেন,আব্দুল হক,জাকির হোসেন,কাওসার আহমদ নজরুল ইসলাম,আইন উদ্দিন,ফরিদ আহমদ,আবুল কালাম,আজিম উদ্দিন,খুজেদা বেগমকে সিলেট হাসপাতালে ভতি করা হয়েছে। ৪০জনকে আহতদের ছাতক সদর ও কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে আব্দুল হক জানান আজিম ও আইন উদ্দিনের নেতৃত্বে গ্রামের খুজেদা বেগমের বাড়িতে দেশী অস্ত্র নিয়ে হামলা ভাংচুর লুটপাট চালায়। এঘটনার প্রতিরোধ করতে গিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ব্যাপারে ওসি গোলাম কিবরিয়া হাসান,এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনাস্থলে পুলিশ টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।