ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে ধর্মপাশা খাদ্য গুদামের ওসিএলএসডির কাছে ২০হাজার টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। ঘটনাটি অবগত হওয়ার পর পর ইউএনও ধর্মপাশা সুনামগঞ্জ আইডি থেকে যাতে কেউ প্রতারক চক্রের খপ্পড়ে না পড়েন সে জন্য সচেতনতাসৃষ্টির লক্ষে ফেসবুকে সচেতনতামূলক একটি পোস্ট করেছেন।
উপজেলার ধর্মপাশা খাদ্য গুদামের ওসিএলএসডি) মেহাম্মদ মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে ইউএনও স্যারের সরকারি মোবাইল নম্বর থেকে আমার মোবাইল নম্বরে একটি কল আসে। কুশল বিনিময়ের পর অপরপ্রান্ত থেকে আমাকে বলা হয় ০১৭৪৬৫৩২২৬৫ নম্বরটি আমার পার্সোনাল। এটি থেকে আপনার নম্বরে একটি কল যাবে। আপনার সঙ্গে জরুরি কথা আছে। কথাবার্তার এক পর্যায়ে তিনি আমার কাছে ২০হাজার টাকা চান এবং একটি বিকাশ নম্বর তিনি আমাকে দেবেন সেই নম্বরে দ্রুত এই টাকা পাঠানোর জন্য বললে আমার বিষয়টি সন্দেহ হয়।পরে তাঁকে নানা প্রশ্ন করা হলে সঠিক জবাব না দিয়ে তিনি কলটি কেটে দেন। সকাল ১১টা বেজে ৪৮মিনিট থেকে ১১টা বেজে ৫২মিনিট পর্যন্ত তার সঙ্গে আমার কথা হয়। ঘটনাটি সঙ্গে সঙ্গে আমি ইউএনও স্যারকে জানিয়েছি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, এ ঘটনায় খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসি সাহেবের সঙ্গে আমি কথা বলেছি।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন,বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
ঢাকা
,
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










ধর্মপাশায় ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে খাদ্য গুদামের ওসিএলএসডির কাছে টাকা দাবি
-
মহি উদ্দিন আরিফ
- আপডেট সময় ০৫:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- ৫২৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ