তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামে অভিযান পরিচালনা করে ১৭২ বস্তা অবৈধ কয়লা জব্দ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী ) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের আশ পাশ সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫২ বস্তা কয়লা জব্দ করা হয়।
এদিকে একই গ্রামের জনৈক হুমায়ুন আহমেদের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তার ঘরের ভিতর এবং বাহিরে থেকে আরো ১২০ বস্তা অবৈধ ভারতীয় কয়লা পাওয়া যায়৷
উল্লেখ্য, অত্র এলাকা হাওর অঞ্চল হওয়ার কারণে এবং রাত্রিকালীন সময়ে নৌকা না পাওয়ায় অবৈধ কয়লার বস্তাগুলো নৌকায় উঠানো সম্ভব হয়নি৷ বস্তা গুলো তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম এর নির্দেশে স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়েছে৷
অভিযান উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম,টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আবুল কালাম চৌধুরী সহ পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।