সুনামগঞ্জ সদর প্রতিনিধি:
সুনামগঞ্জের মাইজবাড়ি বদিপুর নতুন জামে মসজিদের সামনে ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রং সাইডে আসা একটি মোটরসাইকেলের কারণে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সিগন্যালের খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটিটি ভেঙে যায় এবং সিএনজির ব্যাপক ক্ষতি হয়।
সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে দুইজন কলেজছাত্রী ছিলেন, যাদের পরীক্ষা চলমান রয়েছে। দুর্ঘটনায় সিএনজি চালকসহ মোট ছয়জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের নিয়ম না মেনে বেপরোয়া গতিতে চলাচল করাই এই দুর্ঘটনার মূল কারণ। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে তদন্তের আহ্বান জানানো হয়েছে।