স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার কিছু অসাধু চক্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম-এর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাগর রুনি হত্যা মামলার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বিশেষ করে দিরাই ও শাল্লায় কিছু অসাধু ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের যোগসাজশে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ষড়যন্ত্রে নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, ভয়ভীতি প্রদর্শন এবং অন্যায়ভাবে অর্থ আদায়ের মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকে নির্যাতনের শিকার হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন।
আইনজীবী শিশির মনির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন করা। অথচ কিছু অসাধু চক্রের কারণে ন্যায়বিচার ব্যাহত হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, এবং সংশ্লিষ্ট থানাগুলোতেও পাঠানো হয়েছে।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।