স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শান্তিগঞ্জ উপজেলা জয়কলস ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মাছুম আহমেদ (২৬) কে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাছুম আহমেদ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালামের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় মাছুম আহমদ কে গ্রেফতার করা হয়েছে৷ আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, অপারেশনব ডেভিল হান্ট পরিচালনা করে আমরা তাকে গ্রেফতার করেছি৷ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।