বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভপুর সীমান্তে পোশাক পরা অবস্থায় মোহাম্মদ বাকির হোসেন (২৮)নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে বিজিবি। একই সময় মোটর সাইকেল চালক তাবারত হোসেন(৩০) কে আটক করে ও একটি প্লাটিনা মোটর সাইকেল জব্দ করা হয়।
সোমবার( ২ ডিসেম্বর)সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইতলা থেকে তাদের আটক করা হয়।