মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় গতকাল ০৩/০১/২৫ রোজ শুক্রবার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় ৭৯ বস্থা চিনি সহ ১ টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। ওসি সজিব রহমানের নির্দেশে অভিযান পরিচালনা করেন এস আই মো: ইউছুব আলী সঙ্গীয় এস আই শাহ আশরাফুল, এস আই মিজানুর রহমান। গতকাল দুপুর ১:৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর উপজেলার ৩নং চামড়দানি ইউনিয়নের বদলপুর গ্রামের ইছন আলীর বাড়ির উত্তর পাশে নদীর ঘাট হইতে ৭৯ বস্থা চিনি প্রতি বস্থায় ৫০ কেজি করে। প্রতি কেজি ১০০ টাকা মোট ৩৯৫০০০ টাকা এবং ষ্টীলের তৈরি নৌকার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা সর্বমোট ৯৯৫০০০ টাকার মাল জব্দ করে। থানায় হাজির হয়ে এস আই ইউছুব আলী বাদী হয়ে অগ্গাতনামা পলাতক আসামিদের বিরুদ্ধে এজহার দায়ের করা হয়। উক্ত এজাহারের প্রেক্ষিতে মধ্যনগর থানায় মামলা নং ০৩ ধারা দি সোস্যাল স্পেশাল পাওয়ার এসিল্যান্ড ১৯৭৪ (২৫) বি(১)(বি) ২৫ ডি রুজু করা হয়। উক্ত মামলার তদন্তভার এস আই মো: আসাদুল ইসলাম এর নিকট প্রদান করা হয়েছে।
ঢাকা
,
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










মধ্যনগরে ভারতীয় অবৈধ বিশাল চিনির চালান আটক
-
আসরাফ উদ্দিন হিল্লোল
- আপডেট সময় ০৩:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- ৫৫১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ