নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের শাহ আহমদ হোসেন আকমল জগন্নাথপুর উপজেলায় দায়িত্বরত ডি এস বি আল আমিন সোহেলের বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালিগালাজ ও অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে সিলেটের ডি আই জি তে অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী শাহ আহমদ হোসেন আকমল অভিযোগে উল্লেখ করেন,গত ২০২৪ সালের ২৩ ডিসেম্বর জগন্নাথপুর নতুন থানা ভবনের পাশে সুফি ভিলায় ডি এস বি আল আমিন সোহেলের অফিসে শাহ আহমদ হোসেনের চাচা চাচির পাসপোর্টের তদন্তের বিষয়ে জানতে গেলে কথা বলার এক পর্যায়ে ডি এস বি আল আমিন সোহেল অশ্লীল ভাষায় গালিগালজ করেন এবং অফিস থেকে বের করে দেন।
এছাড়া আল আমিন সোহেলের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলে জানান শাহ আহমদ হোসেন আকমল।