শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোঃ ইলিয়াস আলী (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইলিয়াস আলী শাল্লা থানার ভাটি ইয়ারাবাদ গ্রামের বাসিন্দা।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার একটি দল গ্রেফতারকৃত ব্যক্তির বসত বাড়িতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন এসআই অর্জুন কুমার রায়। তার সাথে ছিলেন এসআই আল-আমিন ও সঙ্গীয় ফোর্স। এ সময় ইলিয়াস আলীর কাছ থেকে ৩ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাল্লা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।